মহামারী করোনাভাইরাসে সংক্রমণের দুই বছর পরও থাকে মানসিক এবং স্নায়ুবিক সমস্যাগত ঝুঁকি। এক গবেষণায় সম্প্রতি এমনটা দাবি করা হয়েছে। ল্যানসেট সাইকিয়াট্রি মেডিক্যাল জার্নালে বুধবার প্রকাশিত হয়েছে গবেষণাটি। খবর ফোর্বস সাময়িকীর।
গবেষণায় বলা হয়েছে, সংক্রমণের দুই বছর পরও কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য এবং স্নায়ুবিক সমস্যাগত ঝুঁকি থাকে। এর মধ্যে রয়েছে খিঁচুনি, স্মৃতিভ্রংশ, মানসিক ব্যাধি এবং মস্তিষ্কের জটিলতা। গবেষণায় করোনাভাইরাসের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে আরও গভীরে আলোকপাত করা হয়েছে।
কোভিড আক্রান্ত ১৩ লাখ মানুষের (বেশিরভাগই যুক্তরাষ্ট্রের) ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পর প্রাপ্তবয়স্কদের মধ্যে হতাশা বা উদ্বিগ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। যদিও এসব সমস্যা ১/২ মাসে সেরে যায়। তবে শিশুদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার পর এসব সমস্যায় ভোগার ঝুঁকি কম থাকে। করোনা সংক্রমণ পরবর্তী সময়ে শিশুদের মধ্যে মৃগীরোগ বা খিঁচুনিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
বিডি প্রতিদিন/ফারজানা