ব্যবসায়ীদের দেশের রিয়েল হিরো বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি গতকাল চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে চট্টগ্রাম চেম্বার আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য এ কে এম বদিউল আলম। বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, উইমেন চেম্বার সভাপতি আবিদা সুলতানা, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ ও নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।
এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমরা যারা বিভিন্ন দপ্তরে আছি সরকারি কর্মচারী, তাদের কাজ হলো ফ্যাসিলিটেট করা। যারা ব্যবসাবাণিজ্য করছেন তারা রিয়েল হিরো। বাংলাদেশের মতো জায়গায় আমরা যারা সেবা নিতে যাই সরকারি দপ্তরে, তখন আমরা টের পাই এখান থেকে কাজ আদায় করে নিয়ে আসা কত কঠিন। সেরকম বৈরী পরিবেশে আপনারা ব্যবসাবাণিজ্য করে টিকে আছেন, নিজেদের সব পুঁজি ও ঝুঁকি নিয়ে। পূর্বপুরুষের পুঁজি এমনকি ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনারা ব্যবসাবাণিজ্য করছেন এবং দেশের জন্য কর্মসংস্থান তৈরি করছেন। যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের ১৮ কোটি মানুষের প্রায় ১০ কোটি কাজে নিয়োজিত আছে। এর মধ্যে সরকার মাত্র ১৫ লাখ মানুষকে চাকরি দিয়েছে। বাকি চাকরি বেসরকারি খাতে। সুতরাং আমি মনে করি আপনারা যারা ব্যবসায়ী, আপনারা অনেক বড় ঝুঁকি নেন। এই দেশ আজকে যে পর্যায়ে এসেছে, যতটুকু আমরা এগোতে পেরেছি, এটাও কিন্তু ব্যবসায়ীদেরই কৃতিত্ব।’ আগামী বাজেট প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, সম্ভবত এই প্রথম বাজেট যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে, এবার সেরকম ঘটনা ঘটবে না। যথেষ্ট রিজনেবল একটা বাজেট হবে। বাস্তবায়ন যাতে করা যায়, সে ধরনের বাজেট হবে।