উখিয়া উপজেলার কুতুপালং ইউনিয়নের পশ্চিম পাড়ায় জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে স্থানীয় মসজিদের খতিব, নারীসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- স্থানীয় মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আবদুল মান্নান ও তার বোন শাহিনা বেগম।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা চলমান আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে উখিয়ার কুতুপালং এলাকায় জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ও জেঠাতো ভাইবোনেরা সংঘর্ষে জড়ায়। লাঠিসোঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পর স্থানীয় মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আবদুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। কুতুপালং বাজার জামে মসজিদের সভাপতি মাস্টার শামসুল আলম জানান, ১২ বছর ধরে খতিবের দায়িত্বে থাকা মামুন শান্তপ্রকৃতির মানুষ। তাকে প্রথমে ছুরিকাঘাত করায় অন্যরা ক্ষিপ্ত হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন তার এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেজন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, দেয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। নিহতরা আপন চাচাতো ভাইবোন।