বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আমরা একেবারেই একমত নই। আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনটা দ্রুত হওয়া দরকার দুটি কারণে। একটি হচ্ছে, বাংলাদেশে স্থিতিশীলতা নিয়ে আসা, অন্যটি সুশাসন চালু করা। তিনি আরও বলেন, বিএনপি আনুপাতিক হারে ভোট পদ্ধতির পুরোপুরি বিরোধী, অত্যন্ত জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করব না। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে- জাতিসংঘের এই প্রতিবেদনে আমরা স্বস্তি প্রকাশ করছি যে, এতে সত্য ঘটনাগুলো উদঘাটিত হয়েছে। তারা সঠিকভাবেই বলেছে যে, একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকান্ড ঘটেছে। যত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘন সব তার নির্দেশেই হয়েছে। তার নির্দেশে গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিবেদনে এটাই ফুটে উঠেছে। তিনি বলেন, সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন এবং গণহত্যা করেছেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে ও তার সহযোগী সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জাতিসংঘের প্রতিবেদনে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘আয়নাঘর’ পরিদর্শন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আয়নাঘর সম্পর্কে আমরা শুরু থেকেই বলে আসছি। যখন আয়নাঘর নিয়ে আমাদের প্রতিবেদনটা বের হয় তখন বিগত সরকার (আওয়ামী লীগ) তা পুরোপুরি নাকচ করেছে। তারা বলে যে, এ ধরনের কিছু নেই। আমরা অতীতে যে কথা বলেছিলাম, এখন সেগুলো সত্য প্রমাণিত হয়েছে।
শিরোনাম
- ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি মেসি সতীর্থ মার্তিনেজের
- কমল স্বর্ণের দাম
- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটে ৪ মামলা, গ্রেপ্তার ৬০
- ইসলামি ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র বিভাগ
- ঢাকা রুটে পাঁচদিনের ফ্লাইট বাতিল থাই এয়ারওয়েজের
- মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে ট্রাক চাপা, নিহত ৩
- সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার
- হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ
- মালয়েশিয়া গমনকাল নারী-শিশুসহ ২১৪ রোহিঙ্গা উদ্ধার
- সৌদি আরবে গড় আয়ু বেড়েছে ৪ বছর ৮ মাস
- কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আসামির বাড়িতে অগ্নিসংযোগ
- ঝালকাঠিতে স্কাউট দিবস পালন
- ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আমরা কোনো গণহত্যাকে প্রশ্রয় ও সমর্থন দেব না : টুকু
- চোরাই পথে ভারতে যাওয়ার সময় নারীসহ ৪ জন আটক
- মুক্তিপণে ছাড়া পেল টেকনাফে অপহৃত দুইজন
- বাংলাদেশে বিপুল বিনিয়োগে প্রস্তুত দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা
- আইএমও কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
- বিধিবহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই করলেই ব্যবস্থা, শ্রমসচিবের হুঁশিয়ারি
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:১০, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
আগে স্থানীয় নির্বাচন দাবি দেশ ভঙ্গুরের পরিকল্পনা
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর