জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে উঠতে যাচ্ছে ৩৫০ প্রস্তাব। ডিসি সম্মেলনে কার্য অধিবেশনগুলোতে প্রস্তাবনা নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবরা দিকনির্দেশনা দেবেন ডিসিদের। এবারই প্রথম ডিসিদের সঙ্গে এ সম্মেলনে যুক্ত হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সম্মেলন থেকে নানা দিকনির্দেশনা দেবেন সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মন্ত্রিপরিষদ সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জেলা প্রশাসক সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এবারই প্রথমবারের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে এতে যুক্ত করা হচ্ছে। সম্মেলনের শেষ দিন সন্ধ্যায় ইসির সঙ্গে ডিসিদের বৈঠক হবে। আগে থেকে এ বিষয়টা ছিল না, ঊর্ধ্বতনদের নির্দেশনায় পরে যুক্ত করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ডিসিদের, এসপিদের সঙ্গে নির্বাচন কমিশন সরাসরি বৈঠক করে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন। যেহেতু এ সরকার সামনে নির্বাচন করার উদ্যোগ নেবে সে হিসেবে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। জানা গেছে, ডিসি সম্মেলনে প্রাথমিকভাবে প্রায় ১৫০০ প্রস্তাব এসেছিল। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধির সঙ্গে সভা করে সম্মেলনে উপস্থাপনের জন্য ৩৫০টির বেশি প্রস্তাব চূড়ান্ত করেছেন। রেওয়াজ অনুযায়ী, ডিসি সম্মেলনে আট বিভাগের বিভাগীয় কমিশনাররাও উপস্থিত থাকেন। সম্মেলনের সব কার্য অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব। জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে সর্বোচ্চ নীতিনির্ধারকদের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিষয়, সরকারের আইন, নীতি, বিধিসহ নানাবিধ বিষয়ে মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যানুযায়ী, গত বছরের ডিসি সম্মেলনে মোট ৩৮১টি প্রস্তাব উত্থাপন হয়েছিল। এ বছর স্বাস্থ্যসেবা নিয়ে সবচেয়ে বেশি প্রস্তাব উঠতে যাচ্ছে। এ ছাড়া সড়ক এবং নৌ নিয়েও রয়েছে অনেক প্রস্তাব।
শিরোনাম
- গাজা ইস্যুতে কায়রোতে মিশর-জর্ডান-ফ্রান্সের যৌথ বিবৃতি
- ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি মেসি সতীর্থ মার্তিনেজের
- কমল স্বর্ণের দাম
- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটে ৪ মামলা, গ্রেপ্তার ৬০
- ইসলামি ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র বিভাগ
- ঢাকা রুটে পাঁচদিনের ফ্লাইট বাতিল থাই এয়ারওয়েজের
- মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে ট্রাক চাপা, নিহত ৩
- সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার
- হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ
- মালয়েশিয়া গমনকাল নারী-শিশুসহ ২১৪ রোহিঙ্গা উদ্ধার
- সৌদি আরবে গড় আয়ু বেড়েছে ৪ বছর ৮ মাস
- কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আসামির বাড়িতে অগ্নিসংযোগ
- ঝালকাঠিতে স্কাউট দিবস পালন
- ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আমরা কোনো গণহত্যাকে প্রশ্রয় ও সমর্থন দেব না : টুকু
- চোরাই পথে ভারতে যাওয়ার সময় নারীসহ ৪ জন আটক
- মুক্তিপণে ছাড়া পেল টেকনাফে অপহৃত দুইজন
- বাংলাদেশে বিপুল বিনিয়োগে প্রস্তুত দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা
- আইএমও কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
ডিসি সম্মেলনে গুরুত্ব পাচ্ছে নির্বাচন
ওয়াজেদ হীরা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর