বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের সঙ্গে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে কিছুটা ফাটল ধরানোর চেষ্টা করছে। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ (এবি) পার্টির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাউন্সিলে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। তাঁরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। সারা দেশের কাউন্সিলররা সেখানে ভোট দেন। প্রবাসী ও অসুস্থ কাউন্সিলররা ভোট দেন অনলাইনে। বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। বৈষম্য দূর করতে চাই। তিনি বলেন, সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন তারা একটু ভুল বোঝার চেষ্টা করেন, যে আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা সেটি নয়। আমরা বলছি নির্বাচনটা কেন দ্রুত চাই। এ কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলেই আমাদের যে শক্তি সেটি আরও বাড়বে। সরকার থাকবে, সংসদ থাকবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো সমাধান হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই। সবাই মিলে সমস্যার সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছেন রাজনৈতিক দলে আছেন তাঁরা অবশ্যই ভাববেন, চিন্তা করবেন। আর সেই হিসাবেই তাঁরা তাদের মতামত দেবেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুব কমই সফল হয়। সশস্ত্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে আমাদের ছেলেরা উত্তাল আন্দোলনের মধ্যে দিয়ে সেই সাফল্য এনে দিয়েছে। আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। আজকে একটা পরিবেশ এসেছে। যে পরিবেশে আমরা আবার বাংলাদেশকে নতুন করে নির্মাণের স্বপ্ন দেখছি, কথা বলছি। আমরা যেন এই পরিবেশ ও স্বপ্নটাকে নষ্ট করে না দেই।