কখনো তোমাকে ছুঁতে চেয়েছি,
কখনো ধরতে।
কখনো তোমার জন্য লড়তে চেয়েছি,
কখনো মরতে।
তোমার অটল সিদ্ধান্তে আজও বলছি,
তোমার সারল্য সাফল্য নিয়ে পথ চলেছি।
চব্বিশটি বসন্তের আমানত রক্ষাকারী,
অনেক কৃতজ্ঞতা।
তুমিই মিতা!
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর