‘আজ আমরা একসঙ্গে ঘুমাব’—শিরোনাম দেখে অনেকেই হয়তো চমকে উঠেছেন। কেউ কেউ হয়তো আড়চোখে বলছেন, পরী আবার কার সঙ্গে ঘুমাবে। আসলে গতকাল গভীর রাতে ঠিক এভাবেই ফেইসবুকে স্ট্যাটাস দেন হালের আলোচিত উদীয়মান এ অভিনেত্রী। এখনো পর্যন্ত কোনো ছবি মুক্তি না পেলেও অনেকটাই লাইম লাইটে চলে এসেছেন পরী। বেশ কিছুদিন ধরে শুটিং শেষে ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যায় তার। আর ফেরার পরপরই স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। গতকাল গভীর রাতেও এরকম একটি স্ট্যাটাস দেন তিনি।
পাঠকদের জন্য আমাদের ফেইসবুক কর্নারে পরীমণির এই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— বাসার একটি বারান্দায় ছোট বাগান আছে আমার। পছন্দের কিছু গাছ আর লতাপাতা। ঢাকার বাইরে শুটিং না থাকলে আমি নিজেই এগুলোর দেখাশোনা করি। কিছুদিন আগে ভাবী বললেন, ‘পরী তোর বাগানে চড়ুই পাখি ডিম পেরেছে’। অ্যা... আমি তো অবাক। গিয়ে দেখি খরকুটোর ছোট্ট একটি পাখির বাসায় চারটা ডিম। কিছুদিন পর বাচ্চা ফুটল। ধীরে ধীরে বড় হলো। একটা একটা করে তিনটি বাচ্চা উড়ে গেল। একদিন সন্ধ্যা বেলা দেখি শুধু একটা বাচ্চা ছাড়া তার মা-বাবা-ভাইবোন কেউ নেই। রাত হলো। ভাবল চলে আসবে। কিন্তু এলো না। এ বাচ্চাটা উড়ে বাইরে না গিয়ে আমার ঘরে চলে এলো। আজ দু’দিন ধরে পাখির এ বাচ্চাটি আমার কাছে। আমার ঘরে। আজ আমরা একসঙ্গে ঘুমাব।
উল্লেখ্য, পরী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে রানা প্লাজা ও ভালোবাসা সীমাহীন। তবে ছবি মুক্তির প্রতীক্ষায় তার অভিনয় থেমে নেই। অপূর্ব রানার ইনোসেন্ট লাভ, ওয়াজেদ আলী সুমনের আমার মন জুড়ে তুই নামের আরও দুটি ছবিতে অভিনয় শেষ করেছেন। এছাড়া সম্প্রতি শুধু হয়েছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা ছবির শুটিং।