পাঁচ দিন পর বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তবে ‘সৎগুরু শরণ’ আবাসনে নয় বরং সেখান থেকে খানিক দূরে আর এক আবাসনে গিয়েছেন সাইফ।
আজ মঙ্গলবার বেলা ১১টার কিছু পরেই হাসপাতালে যান সাইফের মা শর্মিলা ঠাকুর। তার পর যান কারিনা কাপুর খান। স্থানীয় সময় দুপুর ২টার পর সাইফকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে তাকে বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা।
সোমবারই চিকিৎসকেরা জানিয়েছিলেন শারীরিক পরিস্থিতি বিবেচনায় অভিনেতাকে মঙ্গলবার ছুটি দেওয়া হতে পারে। আপাতত বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ।
আগামী দু-তিন দিন শুয়েই থাকতে হবে অভিনেতাকে। এক সপ্তাহ কোনোভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না। কারণ, এখনও তার জখম পুরোপুরি শুকায়নি। আপাতত বান্দ্রার অন্য এক ফ্ল্যাটে থাকবেন সাইফ।
বিডি প্রতিদিন/নাজমুল