গদর ২ ছবির সাফল্যের পর আপাতত সিনেমা নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে বলিউড অভিনেতা সানি দেওলের। এই মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। এদিকে, ভারতে বিভিন্ন জায়গায় সানির নামে নিখোঁজ পোস্টার সাটানোর খবর চাউর হয়েছে। শুধু তাই নয়- তাকে খুঁজে দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার টাকার পুরস্কার এমন ঘোষণাও রয়েছে সেই পোস্টারে।
বাস্তবেই ঘটছে এমন ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সানি দেওল অভিনেতা হওয়ার পাশাপাশি পাঞ্জাবের গুরদাসপুরের সাংসদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরদাসপুরের বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান সানি। কংগ্রেসের প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন এই অভিনেতা। তারপর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় দেখাই মেলেনি তার।
সাংসদকে না পেয়ে ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর। তারা সানির ছবি দিয়ে একটি পোস্টার টানিয়ে দেন গুরদাসপুর, পাঠানকোট এলাকায়। যেখানে লেখা, ‘নিখোঁজ হয়ে গেছেন, খুঁজে দিন। বিজেপি সাংসদ হারিয়ে গেছেন, খুঁজে দিতে পারলে রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার।’ স্থানীয়দের মতে, জেতার পর থেকে একবারও নাকি দেখা যায়নি এ সাংসদকে। স্থানীয় অভাব-অভিযোগও তার অজানা।
বিডি-প্রতিদিন/শফিক