গতকাল ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) ছিল ভারতীয় অভিনেতা সালমান খানের জন্মদিন। এটি ছিল বলিউড চিরকুমারের ৫৭তম জন্মদিন। সোমবার মধ্যরাত থেকেই মায়ানগরীতে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। কিন্তু মঙ্গলবার সকাল হতেই কাতারে কাতারে ভিড় জমতে থাকে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। সকলের ইচ্ছা একটাই, একবার চোখের দেখবেন প্রিয় তারকাকে। কারও হাতে ফুল, কারও হাতে কেক। কেউ এসেছেন পোস্টার হাতে। বেলা গড়াতেই ভিড় বাড়তে থাকে। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। পরিস্থিতি এমন হয় যে, অনুরাগীদের উপর লাঠিচার্জও করতে হয় পুলিশকে।
এমনিতেই প্রতি বছর পানভেলের কাছে নিজের ফার্ম হাউসে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন সালমান খান। কিন্তু এ বছর সেই রেওয়াজ ভেঙে বোন অর্পিতা ও ভগ্নিপতি আয়ুষ শর্মার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সালমানের জন্মদিনে যেন বলি তারকাদের চাঁদের হাট। শাহরুখ খান নিজে এসেছিলেন শুভেচ্ছা জানাতে। রাতের পর্ব মিটতেই সকাল থেকে ভিড় জমতে থাকে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তাকে একঝলক দেখার জন্য হাজারো লোকের জমায়েত। বাড়ির সামনে রাখা গার্ড রেল ফেলে দিলেন অনুরাগীরা। ততক্ষণে বাড়ির বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েছেন সালমান। তাতেই উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হল পুলিশকে।
এমনিতেই মাস কয়েক আগে অভিনেতার প্রাণনাশের হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। তারপর থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি সর্তকতা শুরু হয়েছে। এমনিতেই অভিনেতার বাড়ির সামনে জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সালমানের জন্মদিন বলে কথা! নিয়মের তোয়াক্কা না করেই বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা।
বিডি প্রতিদিন/কালাম