শাহরুখ খানের পাঠান ছবির গান বেশরম নিয়ে বিতর্ক কম হয়নি। এবার সিনেমাটির ট্রেলার কবে আসছে, সেই অপেক্ষায় দিন কাটছে ভক্তদের।
শাহরুখের ফ্যানদের সাথে টুইটার সেশনে একজন বলিউড বাদশাকে প্রশ্ন করেছিল, ‘আপনি পাঠানে ট্রেলার রিলিজ করছেন না কেন?’
সোজা সাপ্টা জবাব দিয়েছেন মিস্টার খান। তিনি বলেছেন, ‘আমার ইচ্ছা’ ‘যখন আসার এটা (ট্রেলার) তখনই আসবে।’
বর্তমানে রাজকুমার হিরানির ডানকি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ। তার ফাঁকেই চলছে পাঠান সিনেমার প্রচার-প্রচারণার কাজ।
বিডি প্রতিদিন/নাজমুল