বহু আগেই ছবির শুটিং শুরু হয়েছে। কিন্তু ছবির নাম জানানো হয়নি। এবার জানা গেল রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের ছবির নাম। গতকাল বুধবার ছবির নাম প্রকাশ করা হয়। ছবির নাম রাখা হয়েছে ‘তু ঝুটি মে মাক্কার’। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ৮ মার্চ।
‘তু ঝুটি মে মাক্কার’ রণবীর ও শ্রদ্ধা জুটির প্রথম ছবি। ছবিটি পরিচালনা করেছেন লাভ রঞ্জন। এর আগে ‘পেয়ার কা পঞ্চনামা’ ও ‘সোনু কি টিটু কি সুইটি’র মতো সফল বাণিজ্যিক ধারার সিনেমা উপহার দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় এ নির্মাতা।
নাম প্রকাশের ঘোষণা দিয়ে ছবির একটি ‘টিজার’ও প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিবেশনের দায়িত্বে আছে টি সিরিজ।