গুজরাটে রাজনৈতিক অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে তোপের মুখে পড়েন বলিউডের জনিপ্রয় অভিনেতা পরেশ রাওয়াল। পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন তিনি। তবে বিতর্ক মেটেনি। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। এখনো সেই বক্তব্যকে ঘিরে আলোচনা চলছে। এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চঞ্চল বলেন, দেশ, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষেরই নিজস্ব সংস্কৃতি আছে, যেগুলো যুগ যুগ ধরে বংশ পরম্পরায় চলে আসছে। কে ডাল-ভাত খাবে, কে মাছ ভাত খাবে, কে গ্যাসের চুলায় রান্না করবে, কে লাকড়ির চুলায় রান্না করবে আর কে রান্না না করে কাঁচা খেয়ে গ্যাস বাঁচাবে—সেটা তার নিজস্ব ব্যাপার। শুধু কটাক্ষ করার জন্য কিছু বলার থেকে রাষ্ট্র, সমাজের প্রতি দায়বদ্ধ থেকেই বলা উচিত।
উল্লেখ্য, পরেশ রাওয়াল গুজরাটে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বলেছিলেন, ‘গুজরাটের জনগণ মূল্যস্ফীতি সহ্য করতে পারে কিন্তু পাশের ঘরে ‘বাংলাদেশি বা রোহিঙ্গাদের’ সহ্য করতে পারবে না। সগ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে, দাম কমে আসবে। লোকজন চাকরিও পাবে। কিন্তু কী হবে- যদি রোহিঙ্গা শরণার্থী আর বাংলাদেশিরা আপনাদের চারপাশে বসবাস শুরু করে, দিল্লির মতো? গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা কী করবেন? বাঙালিদের জন্য মাছ রাঁধবেন? গুজরাটের জনগণ মূল্যস্ফীতি সহ্য করতে পারে, কিন্তু এগুলো নয়’।