করোনা মহামারীর মধ্যে প্রথমবারের মতো ১৫০ কোটি ডলারের বেশি ব্যবসার রেকর্ড গড়েছে যৌথ প্রযোজনার সিনেমা ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’। এমনকি ২০২১ সালের ‘হাইয়েস্ট গ্রসিং ফিল্ম’-এর খেতাবও এখন ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’র। হলিউডের আর কোনো সিনেমা বিশ্বজুড়ে মহামারীর দুই বছরে বক্স অফিসের এই মাইলস্টোন ছুঁতে পারেনি। স্পাইডারম্যানের কাল্পনিক চরিত্রে পিটার পার্কারের ভূমিকায় আছেন টম হল্যান্ড।
বিডি প্রতিদিন/হিমেল