চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের অফিসে হামলা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর কাকরাইলে খান টাওয়ারের চতুর্থ তলায় শাপলা মিডিয়ার অফিসে দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর রমনা মডেল থানার পুলিশ, র্যাব-২ এবং সিআইডির ফরেনসিক বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করা হয়।
শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টার দিকে হামলাকারীরা মাস্ক, মুখোশ ও হেলমেট পরিহিত অবস্থায় অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসে থাকা ল্যাপটপ ও ভিডিও মেকিংয়ের যন্ত্রপাতি নিয়ে গেছে তারা। এ ছাড়া ৩০টির বেশি ডেস্কটপ ভাঙচুর করে অফিসে থাকা সবার মোবাইল, মানিব্যাগ নিয়ে যায়। হামলার সময় তারা সেলিম খান ও জায়েদ খানকে খোঁজাখুঁজি করে।
জানা যায়, গত ১১ আগস্ট চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের মালিক মো. সেলিম খান হুমকি-ধমকির বিষয় জানিয়ে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরের ঘটনাবলি নিয়ে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি সিনেবাজ অ্যাপে বিনা মূল্যে প্রদর্শন করা হয়। এরপর সেন্সর ছাড় পাওয়া ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটিও ১৪ আগস্ট ১২টা ১ মিনিটে সিনেবাজ অ্যাপে দেখানো হয়। ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি প্রচারের আগে থেকেই স্বাধীনতাবিরোধী ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা হুমকি দেওয়াসহ বিপদে ফেলার চক্রান্ত শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে শাপলা মিডিয়া নির্বাহী প্রযোজক অপূর্ব রায় বলেন, কয়েক মাস ধরেই হুমকি-ধমকি আসছিল। এ বিষয়ে জানিয়ে জিডিও করা হয়েছে। মূল বিষয় হচ্ছে, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পেছনে লেগেছে। কিছুদিন আগে ‘আগস্ট ১৯৯৫’ চলচ্চিত্রটি অ্যাপের মাধ্যমে ছাড়ার পরই হুমকি-ধমকি বেড়ে যায়। এর আগে হামলার হুমকি দেওয়া হচ্ছিল।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কে বা কারা এই হামলা করেছে এ বিষয়ে শাপলা মিডিয়ার পক্ষ থেকে নির্দিষ্টভাবে কারো কথা বলছে না। মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল