মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে দেশটির অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি পাইং তাখোনকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। পাইং তাখোন একজন মডেল এবং অভিনেতা। সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে তিনি অংশ নিয়েছিলেন এবং অনলাইনেও সামরিক সরকারের নিন্দায় সোচ্চার ছিলেন।
গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনে কারচুপির অভিযোগের মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করে। নির্বাচন কমিশন দেশটির সেনাবাহিনীর এ অভিযোগ অস্বীকার করে বলেছে, কারচুপির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে পীড়নমূলক পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।
পাইং তাখোনের বোন একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, আটটি সামরিক ট্রাকে আসা প্রায় ৫০ জন সৈন্য এপ্রিল মাসে তাখোনকে গ্রেপ্তার করেছিল।
২৪ বছর বয়সী পাইং তাখোনকে সামরিক শাসনবিরোধী বেশ কয়েকটি বিক্ষোভ ও মিছিলে অংশ নিতে দেখা গেছে। অনলাইনেও তিনি ছিলেন সোচ্চার। নির্বাচনের ফল মেনে নিয়ে বেসামরিক সরকার গঠন করার আহ্বান জানিয়েছিলেন তিনি। পাশাপাশি অং সান সু চিসহ তার দলের নেতাদেরও মুক্তি দাবি করেছিলেন।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা