প্রথমবারের মতো আইটেম গানে নেচে ঝামেলায় পড়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ‘ও আন্তাভা’ শিরোনামের একটি গানে নেচেছেন সামান্থা। গানটিতে পুরুষদের লজ্জাহীন, যৌন পিপাসু হিসেবে উপস্থাপন করা হয়েছে। গানের কথায় বলা হয়েছে, মেয়েরা ঘর থেকেই বেরিয়ে পুরুষদের কারণে হয়রানির শিকার হন। পুরুষরা নারীদের নিয়ে আজেবাজে মন্তব্য করে। শাড়ি কিংবা ছোট পোশাক যাই পরুক- নারী হয়রানির শিকার হবেই। ফর্সা মেয়েদের পেছনে পুরুষরা ছোটে, শ্যামবর্ণের মেয়েরাও পুরুষদের কারণে হয়রানির শিকার হন।
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্প : দ্য রাইজ’ ছবিতে ‘ও আন্তাভা’ গানটি ব্যবহৃত হয়েছে। গানটিতে সামান্থার সঙ্গে নেচেছেন আল্লু অর্জুনও। ভারতে পুরুষদের একটি সংস্থা এমন গান ব্যবহার করায় ক্ষুব্ধ হয়ে মামলা করেছে। জিনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গানটি কম্পোজ করেছেন দেবী শ্রী প্রসাদ, লিখেছেন বিবেকা ও চন্দ্রবোস। একাধিক ভাষায় গানটি মুক্তি পেয়েছে। গানে কোরিওগ্রাফি করেছেন গনেশ আচার্য।
বিডি প্রতিদিন/ফারজানা