ইরফান সাজ্জাদ ও তাশনুভা তিশা জুটি বেধে আসছেন নতুন একটি নাটকে। আর এ নাটকের একটি ইমোশনাল গানে দেখা যাবে তাদের। সম্প্রতি শেষ করেছেন হালের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ তার নতুন নাটক ‘ভুল জোছনায় একত্রে হেটেছিলাম' এর শুটিং। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন টিভি মডেল ও অভিনেত্রী তাশনুভা তিশা। এ নাটকে রয়েছে একটি গান। গানটির নাম ‘এতো স্বপ্ন দেখার কি দরকার’। গানটির লেখা-সুর এবং এতে কণ্ঠ দিয়েছেন নয়ন সাদ্দাম।
গানের প্রসঙ্গে নয়ন সাদ্দাম বলেন, এই গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। শুধুমাত্র এই গানটির ভিত্তি করেই আমি এই নাটকটি প্রযোজনা করেছি।
বিডি প্রতিদিন/হিমেল