বৈশাখী টেলিভিশনের তারকাবহুল ধারাবাহিক ‘জমিদার বাড়ী’ নাটকের ২৫ পর্ব আগামীকাল মঙ্গলবার প্রচারিত হবে। সপ্তাহে তিনদিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে নাটকটি।
‘জমিদার বাড়ী’তে অভিনয় করেছেন মনোজ সেন গুপ্ত, শম্পা রেজা, আ খ ম হাসান, নাদিয়া মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, মোমেনা চৌধুরী, মিলন ভট্ট, সিফাত, ইমতু, রাশেদ মামুন অপু প্রমুখ।
নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন, সংলাপ- চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। প্রযোজনা করেছেন এশিয়াটিক মাইন্ড শেয়ার।
নব্য সমাজ প্রতিভূ জমিদারদের দাপটে সুন্দর সমাজ আজ ক্ষতবিক্ষত। সমাজের নানা অসংগতিগুলোই ওঠে এসেছে নাটকের গল্পে।
বিডি প্রতিদিন/ফারজানা