বিজয় দিবস উপলক্ষ্যে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘নবাব এলএলবি’। আজ রাত ৮টায় আই থিয়েটার অ্যাপে উন্মুক্ত হয় অনন্য মামুন পরিচালিত এই ছবি। এর মধ্য দিয়ে এবারই প্রথম দেশে কোনো বাণিজ্যিক ছবি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল।
জানা গেছে, ৯৯ টাকার টিকেটে দেখা যাচ্ছে ছবিটি। মুক্তির আগেই এর অগ্রিম টিকেট বিক্রিতে সাড়া পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। নির্মাতা অনন্য মামুন গণমাধ্যমকে জানান, অগ্রিম যতো টিকেট বিক্রি হয়েছে তার ৬০ শতাংশই প্রবাসী দর্শক।
শাকিব খান গণমাধ্যমকে বলেছেন, ‘আমার “নবাব এলএলবি” গল্প প্রধান ছবি। বর্তমানে যখন খুব ভয়ঙ্করভাবে নারী নির্যাতন আর ধর্ষণ বেড়েছে তখন এই ছবিটা মুক্তি পাচ্ছে। নারীর প্রতি অসম্মানের প্রতিবাদেই এই ছবিতে অভিনয় করেছি।’
উল্লেখ্য, শাকিব খান ছাড়াও অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, এল আর সীমান্ত, শাহেদ আলী, সুষমা সরকার, সুমন আনোয়ার। এছাড়া ছবির ‘জাস্ট চিল’ শিরোনামের পার্টি গানে রয়েছেন হৃদি শেখ।
বিডি-প্রতিদিন/শফিক