নতুন বছরের প্রথম দিনে কাজী শুভ শ্রোতাদের জন্য উপহার দিচ্ছেন ‘কলঙ্ক’। হানিফ খানের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
সেলিম আহম্মেদের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মাহিন আওলাদ। গান এবং গল্পের খাতিরেই বেশ কয়েকটি চরিত্র উপস্থাপন করতে হয়েছে বলে জানান নির্মাতা মাহিন আওলাদ। এদের মধ্যে আছেন রিয়াদ রায়হন, মন্দিরা, আনোয়ার হোসেন, এমিলসহ আরও অনেকে।
নিজের নতুন গান এবং ভিডিও নিয়ে কাজী শুভ জানালেন, ‘কলঙ্ক’ ফোক ঘরনার একটি গান। গানের সাথে মিল রেখে দারুণ গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে। পরিচালক মাহিন আওলাদ তার মুন্সিয়ানা দেখিয়েছেন। ভিডিওতে আমি সম্পূর্ণ নতুন গেটআপে হাজির হয়েছি। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দিবে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, নতুন বছরের প্রথম দিন তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘কলঙ্ক’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
বিডি প্রতিদিন/ফারজানা