সাভারের ‘দিপু ভিলা’ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শুটিং বাড়ি। এখানে গেল কয়েকদিন ধরেই পুলিশের আনাগোনা। সকাল থেকে রাত অবধি চলে পুলিশের অ্যাকশন। তবে এটা চমকে ওঠার মতো কিছু নয়। মূলত ডিপজলের শুটিং বাড়িতে চলছে লেডি অ্যাকশন ভিত্তিক সিনেমা ‘ইয়েস ম্যাডাম’ এর শুটিং।
জানা গেছে, এই ছবিতে পুলিশের চরিত্রে হাজির হয়েছেন চিত্রনায়িক আমান রেজা, চিত্রনায়িকা কেয়া ও তানহা মৌমাছি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চিত্রনায়িকা রেসি। গেল ২২ ডিসেম্বর থেকে এখানে সিনেমাটির শুটিং চলছে। সেখানে পুলিশের বিভিন্ন ধরনের অভিযানের আদলে সেট নির্মাণ করে চলছে সিনেমাটির দৃশ্যধারণ।
তারকাবহুল এ ছবিটি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব। নির্মাতা গণমাধ্যমকে জানান, সিনেমাটি মৌলিক গল্পে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির তিনজন মেয়ের সাহসীকতা তুলে ধরা হয়েছে। দর্শকরা এ সিনেমাটি দেখে আশা করি হতাশ হবেন না। সোমবার থেকে আমরা ডিপজল ভাইয়ের বাড়িতে ‘ইয়েস ম্যাডাম’ সিনেমার শুটিং করছি।
বিডি-প্রতিদিন/শফিক