২০১৯ সালে টুইটারে সর্বাধিক মেনশন করা বলিউড তারকাদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন ‘দাবাং ৩’ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আর এই দৌঁড়ে তিনি বলিউডের নামজাদা তারকাদেরও পেছনে ফেলেছেন।
তবে এই শীর্ষস্থান দখল তার একার কৃতিত্ব নয়। মূলত সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘দাবাং ৩’ সিনেমার জন্যই তার নাম টুইটারে বারবার মেনশন করা হয়েছে। বহুল প্রতীক্ষিত ‘দাবাং ৩’ সিনেমাটি শুরু থেকেই বাজিমাত করছে। মুক্তির প্রথম তিনদিনেই সিনেমাটি আয় করেছে ৮১ কোটি রুপি। আর এর সুবাদে সুবাস ছড়াচ্ছেন সোনাক্ষী সিনহাও।
দেখে নিন ২০১৯ সালে টুইটারে সর্বাধিক উল্লেখ করা হয়েছে যে তারকাদের নাম:
১। সোনাক্ষী সিনহা
২। আনুশকা শর্মা
৩। লতা মঙ্গেশকর
৪। অর্চনা কল্পতি
৫। প্রিয়াঙ্কা চোপড়া
৬। আলিয়া ভাট
৭। কাজল আগারওয়াল
৮। সানি লিওন
৯। মাধুরী দীক্ষিত নেনে
১০। রাকুল সিং
বিডি প্রতিদিন/ ওয়াসিফ