আবারও সেরার তালিকায় নাম উঠল 'এক যে ছিল রাজা'র। একের পর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরার তকমা পেয়েছে 'এক যে ছিল রাজা'। ২০১৮ সালে মুক্তির তালিকাতে ছিল ছবিটি। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবি দেখা মাত্রাই নজর কেড়েছিল দর্শকদের।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত। ছবিটি মুক্তির পর একের পর এক সেরার তালিকাতে নিজের নাম অলঙ্কিত করেছে। এই নিয়ে মোট ৮টি জাতীয় পুরস্কার পেল সৃজিত মুখার্জি'র এক যে ছিল রাজা ছবি। যার মধ্যে তিনটি রয়েছে সৃজিতের ঝুলিতে।
৬৬তম কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কারের পাশাপাশি ২৩টি পদক পেয়েছে ছবিটি। সোমবার ছবিসহ এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সৃজিত। সেখানেই তিনি লিখলেন, এই পুরস্কারটি তিনি ভাগ করে নিতে চান যিশু সেনগুপ্ত ও সোমনাথ কুণ্ডুর সঙ্গে। ছবিটি মুক্তির পরই বক্স অফিসে ভালো প্রভাব ফেলেছিল। অনবদ্য যিশু সেনগুপ্তর অভিনয়। সব মিলিয়ে পরিচালকের মন এখন বেজায় খুশি।
গত ৬ ডিসেম্বর বিয়ের রেজিস্ট্রি করেন সৃজিত-মিথিলা। বিয়ের পরদিনই ওই জুটি উড়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডের জেনেভায়। সেখানে মধুচন্দ্রিমা শেষে ফিরতে না ফিরতে ‘এক যে ছিল রাজা’-র জন্য পেলেন পুরস্কার।
বিডি প্রতিদিন/আরাফাত