সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’ দিয়ে জনপ্রিয়তা পাওয়া মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ উঠেছে। গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে ‘দেশ’ শিরোনামের একটি গান প্রকাশ করেন তিনি। যেখানে গানটির কথা ও সুর নিজের বলে দাবি করেন নোবেল।
কিন্তু এই গানকে চুরি করা আখ্যা দিয়ে নোবেলের বিরুদ্ধে অভিযোগ তোলে ব্যান্ডদল ‘অ্যাবাউট ডার্ক।’ ফেসবুকে ব্যান্ডদলটির গিটারিস্ট ও গানটির লেখক নাসির অভিযোগ তোলার পর তাকে পাত্তাই দিচ্ছিলেন না নোবেল। কমেন্ট ব্যান করে তার অ্যাকাউন্টকে ব্যান করে নোবেলের পেইজ। পরে নিরুপায় হয়ে ফেসবুক পেজ ও ইউটিউব থেকে গানটি সরিয়ে ফেলেন নোবেল।
নোবেলের বিরুদ্ধে ওই ব্যান্ড সদস্যের অভিযোগ, ''নোবেলের প্রকাশিত 'দেশ' নামের একটি গানটির কথা ও সুরে হুবহু মিল রয়েছে ব্যান্ড 'অ্যাবাউট ডার্ক'-এর গান 'তুমি'র সঙ্গে। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি গানটি প্রকাশ করে 'অ্যাবাউট ডার্ক'।'' 'অ্যাবাউট ডার্ক' এর ভোকাল ১৯ ডিসেম্বর রাতে ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি 'অ্যাবাউট ডার্ক' এর অরিজিনাল গানটির ইউটিউব লিংক দেন।
উল্লেখ্য, সংগীত জীবনের শুরু থেকে একাধিকবার সমালোচিত হয়েছেন মাঈনুল আহসান নোবেল। তিনি বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কেও জড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত প্রেমিকা কর্তৃক নিজের আপত্তিকর ছবি প্রকাশের পর থেকে আলোচনায় না থাকলেও সম্প্রতি গান চুরির অভিযোগে আবারও নতুন করে আলোচনায় আসলেন তিনি।
'অ্যাবাউট ডার্ক'-এর গান 'তুমি'
বিডি-প্রতিদিন/শফিক