ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত ও শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার দুপুরে বর্ষীয়ান এই অভিনেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ত্বকে ভাইরাস জাতীয় সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে হঠাৎ করে তার গালে ও চোখের পাশে র্যাশ উঠতে দেখা যায়। যেহেতেু এটা ভাইরাসজনিত, তাই দেরি না করে তাকে হাসপাতালে আনা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন এটিএম শামসুজ্জামান। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শেষ গত ২৫ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বর্ষীয়ান এই অভিনেতা। এরপর চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব