বলিউড সেনসেশন কারিনা কাপুর নাকি একাধিকবার অভিনেতা অক্ষয় কুমারের গায়ে থুতু ছিটিয়ে দিয়েছিলেন।
এমন অদ্ভূত ঘটনার কথাই সম্প্রতি শেয়ার করলেন অক্ষয় কুমার।
কিন্তু কেন এমন কাণ্ড ঘটিয়েছেন নবাবপত্নী?
অক্ষয় জানালেন, অক্ষয়-কারিনা-কিয়ারা অভিনীত ছবি ‘গুড নিউজ’ মুক্তি পাবে ডিসেম্বরেই। সেই ছবিরই একটি দৃশ্যে দেখানো হয়েছে, সন্তানের জন্ম দিচ্ছেন কারিনা। সেই দৃশ্যে অভিনয় করতে গিয়েই ‘অনুভূতি’ নিয়ে আসার জন্য এত জোরে চিৎকার করতে হয়েছিল কারিনাকে তাতেই এই বিপত্তি ঘটে।
অক্ষয়ের কথায়, ‘এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমার মেকআপ দু’তিনবার করে রি-টাচ করতে হয়েছিল।’ তবে শুটের ফাঁকে যে বেশ ভালোই মজা করেছেন নবাব-পত্নীর সঙ্গে সে কথাও জানান অভিনেতা।
অক্ষয়-কারিনার বন্ধুত্ব বহুদিনের। অনেকদিন পর ‘গুড নিউজ’-এ জুটি বেঁধেছেন তারা। অন্যদিকে প্রথমবার জুটি বাঁধতে দেখা গিয়েছে কবীর সিং খ্যাত কিয়ারা আডবাণী এবং দিলজিৎ দোশানজিহকে।
এই মাসের ২৭ তারিখে বড় পর্দায় মুক্তি পা্ওয়ার কথা রয়েছে ছবিটির।
বিডি প্রতিদিন/কালাম