পোশাক বদলানোর মতো তিনি নাকি সঙ্গী বদলান। বি-টাউনে এমনই রটনা রণবীর কাপুরের নামে। বলিউডের দুই দিভা দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার পর এই মুহূর্তে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর। কিন্তু টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, আলিয়ার সঙ্গেও নাকি তার সম্পর্কে চিঁড় ধরেছে।
দীপিকার সঙ্গে প্রতারণা করে সম্পর্ক ভেঙেছিলেন রণবীর। তার পরই ক্যাটরিনার সঙ্গে প্রেম শুরু হয় তার। সেই সম্পর্কেও খুবই উদাসীন ছিলেন তিনি। এছাড়া কাপুর পরিবারের সম্মতিও ছিল না এই সম্পর্কে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আলিয়ার সঙ্গেও তিনি নাকি খুবই উদাসীন।
জানা গেছে, রণবীর সম্পর্কে স্পেস পছন্দ করেন। অন্যদিকে আলিয়া সঙ্গীর সঙ্গে সমস্তটা ভাগ করে নিতে পছন্দ করেন। রণবীরের আলাদা নিজের জগৎ রয়েছে। সেই জগতে থাকার সময় ফোনে কথা বলা বা চ্যাট করা কোনওটাই পছন্দ না রণবীরের। এই সব নিয়েই নাকি দু’জনের মধ্যে ইতোমধ্যেই জটিলতা তৈরি হয়েছে। সময় না দেওয়ার কারণে আলিয়া যথেষ্ট হতাশ হয়ে পড়েন। তবে তাতে তেমন গুরুত্ব দেন না রণবীর।
এমনকী সম্পর্কে স্পেস না থাকার কারণেও নাকি তিনি বিরক্ত।
বেশ কিছুদিন বি-টাউনে গুঞ্জন, খুবই শিগিগিরই রণবীর-আলিয়ার বাগদান হবে। দুই পরিবারও এই নিয়ে খুব উৎসুক। তাই সম্পর্কের গতি কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/কালাম