সানি লিওন মানে আলাদা কিছু, মনে আসে ভিন্ন চরিত্র। টগবগে দৃশ্য, উত্তেজনায় ভরপুর। তবে, প্রাপ্ত বয়স্কদের ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অনেক দিন আগেই। এখন বলিউডে শক্তভাবে নিজের অবস্থান তৈরি করেছেন। ভক্তদেরও আগ্রহের শেষ নেই সাবেক এই পর্নস্টারকে নিয়ে।
ভক্তদের আগ্রহের ধারাবাহিকতায় এবার মৎস্যকন্যা রূপে দেখা যাবে সানিকে। 'ঝুটা কাহি কা' শিরোনামের একটি কমেডি ধাঁচের ছবির একটি বিশেষ গানে মৎস্যকন্যা রূপে আসবেন সানি। জানা গেছে, ভারতের জনপ্রিয় ছড়া 'মাছলি জল কি রানি হ্যায়' থিম নিয়ে সাজানো হয়েছে গানটি। পুরো গানটির শুটিং হয়েছে থাইল্যান্ডের মনোরম লোকেশনে।
জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো 'বিগ বস'ই প্রথম সানি লিওনকে পুরো ভারতের কাছে শিরোনাম করে তোলে। মোবাইল কিংবা ডেস্কটপের নিষিদ্ধ ফোল্ডার বন্দি সানি হঠাৎ খবরের কাগজের পাতায় চলে আসেন। বিগ বসের বাহির দরজা দিয়ে পা রাখতেই বলিউডের দরজা খোলা, বাকিটা এখন ইতিহাস। আলাদা করে বলার অপেক্ষাই রাখে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার