সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ শব্দগুলো নিয়ে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
গানটি লিখেছেন গীতিকবি সুহৃদ সুফিয়ান। এতে সুর দিয়েছেন প্লাবন কোরেশী।
‘আজ তুমি নাই তবু- খুশিতে, ঠ্যালায়, ঘোরতে এসেছি আমি; যন্ত্রণা পাই তবু- খুশিতে, ঠ্যালায়, প্রেমের জলে নামি’ শিরোনামের গানটি আগামী সপ্তাহের প্রথম দিকে মুক্তি পাবে বলে জানা গেছে। পরবর্তীতে গানটির লিরিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হবে।
বিডি প্রতিদিন/কালাম