লাক্স তারকা ইশরাত জাহান চৈতির আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ ঘটেছে। চৈতি নিজেই এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। ২০১৫ সালের অক্টোবর ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেন তিনি। ৮ নভেম্বর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
এই বিচ্ছেদ প্রক্রিয়া আরও ৯ মাস আগে শুরু হয়। গণমাধ্যমকে চৈতি বলেন, শুরুতে ঘটনাটি আমি জানাতে চাইনি। কারণ মানসিকভাবে হতাশ ছিলাম। এখন গুছিয়ে নেওয়ায় নিজেই বিষয়টি জানালাম।
২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হয়ে শোবিজে অভিনয় শুরু করেন চৈতি। ২০১১ সালে ‘মধুমতি’ নামে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা