দীর্ঘ সময় ধরে বলিউডে রাজত্ব চলছে তিন খান- সালমান, শাহরুখ, আমিরের। তাদের ছবি মানেই বক্স অফিস হিট। সেই তিন খানই এ বছর বক্স অফিস ব্যর্থতার মুখ দেখেছেন। তিন খানই এ বছর শুধু একটি করে সিনেমায় অভিনয় করেছেন। বহুল আলোচিত ও বড় বাজেটের এ ছবি তিনটি হল 'রেস থ্রি', 'জিরো' ও 'থাগস অব হিন্দুস্থান'।
সালমানের 'রেস থ্রি' ছবিটি ফ্লপ না হলেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। শাহরুখের 'জিরো' ছবিটিও বক্স অফিসে কারিশমা দেখাতে পারেনি। এ বছর আমিরের করা ভারতের সবচেয়ে অন্যতম বড় বাজেটের ছবি 'থাগস অব হিন্দুস্থান' সবচেয়ে ফ্লপ ছবির তারিকায় স্থান করে নিয়েছে। আর ছবিটি করে আমির পেয়েছেন হলিউড ছবি নকলের তকমা।
গত বছর সালমান খানের 'টিউবলাইট' ও শাহরুলের 'জাব হেরি মেট সেজাল' ছবি দুটিও বক্স অফিসে সুবিধা করে উঠতে পারেনি। এতে দুই সুপারস্টারের তারকাখ্যাতি নিয়েও প্রশ্ন উঠে। বলিউডে তাদের রাজত্বের অবসান ঘটতে যাচ্ছে এমনটা বলেছেন কেউ কেউ। যদিও গত বছরের শেষ দিকে ব্লকবাস্টার 'টাইগার জিন্দা হ্যায়' ছবিটি উপহার দিয়েছেন সালমান।
বিডি প্রতিদিন/ফারজানা