নির্বাচনকে উপজীব্য করে টেলিছবি নির্মাণ করেছেন রেজানুর রহমান। টেলিছবির নাম ‘খেলারামের খেলা’। টেলিছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও লাক্স চ্যানেল আই তারকা সামিয়া অথৈ। আরও অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা মোহাম্মদ বারী, মাহবুবা রেজানুর, মোশারফ হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কানচন সহ সৈয়দপুর ও ঢাকার বিভিন্ন নাট্যসংগঠনের শতাধিক নাট্যকর্মী।
নাটকের গল্পে দেখা যায়, একটি মেয়ের ধর্ষিত হওয়ার খবর প্রচার মাধ্যমে উঠে আসার পর তোলপাড় শুরু হয়। সামনে নির্বাচন। ধর্ষণের এই ঘটনাকে কাজে লাগিয়ে এক পক্ষ অন্যপক্ষকে ঘায়েল করার ঘৃণ্য প্রতিযোগিতায় মেতে ওঠে। এগিয়ে যায় নাটকের কাহিনী।
নীলফামারী জেলার সৈয়দপুর, গাজীপুরের মাওনা ও ঢাকায় বিভিন্ন এলাকায় এই টেলিছবিটির শুটিং হয়েছে। ক্যামেরায় ছিলেন ইভানুল হক কনক। আবহ সঙ্গীতে রয়েছেন বিপ্লব বড়ুয়া। শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে টেলিছবিটি প্রচার হবে।
বিডি প্রতিদিন/ফারজানা