বড়দিন উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কোন অভিযোগ নেই’। সাজিন আহমেদ বাবু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকে ‘নিলাদ্রি’ ও ‘সোহেল’ চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া ও নাজিয়া হক অর্ষা।
নাটকের কাহিনিতে দেখা যাবে, নিলাদ্রি ও সোহেল দু’জন দু’জনকে ভালোবাসে। তারা দু’জনই খুব ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে। দু’জনের বাবাই বেশ বিত্তশালী। ভার্সিটির আরেক বন্ধু সুস্ময়ও নিলাদ্রিকে পছন্দ করে। তবে সোহেলের সাথে ওর রিলেশন থাকায় সুম্ময়ের ভালোলাগা ঢাকা পড়ে যায়। সোহেল একজন পরোপকারী মানুষ। সে সবসময় মানুষের বিপদে এগিয়ে যায়। কেউ কোন বিপদে পড়লে সাহায্য করে। বন্ধু মহলে এজন্য সোহেলের বেশ কদর। নিলাদ্রীও সোহেলের এই বিয়ষটা ভীষণ পছন্দ করে। ভালই চলছিল নিলাদ্রি ও সোহেলের প্রেম। হঠাৎ করে সোহেলের বাবার ব্যবসায় ধস নামে। সোহেলরা একদম পথে বসে যায়। এগিয়ে যায় গল্প।
নির্মাতা জয়ন্ত রোজারিও নাটকটি প্রসঙ্গে বলেন, যিশু খৃস্ট মৃতুর আগ পর্যন্ত তিনি সকল কিছু মেনে নিয়েছেন। কোন অভিযোগ করেননি। তাই আমরা যারা এ বড়দিনে অনেক না পাওয়ার কষ্টে আছি, তাদের মনের কষ্ট দুর করতে নির্মিত হলো বড়দিন এ নাটকটি।
আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কোন অভিযোগ নেই’ নাটকটি।
বিডি প্রতিদিন/ফারজানা