এ বছর সার্চ ইঞ্জিন গুগলে যেসব টিভি শো সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার শীর্ষে রয়েছে চীনের 'দ্য স্টোরি অব ইয়াংজি প্যালেস', চীনে গুগল ব্যবহার নিষিদ্ধ সত্ত্বেও।
৭০ এপিসোডের এ সিরিজটি চীনের ভিডিও শেয়ারিং সাইট আকিইয়িতে ১৫ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। শোটির প্রিমিয়ার হয় গত জুলাইতে।
গুগলের হিসেব অনুযায়ী আগ্রহের শীর্ষে থাকা অন্য নাটকগুলো এশিয়া অঞ্চলে অবস্থিত সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই ও হংকংয়ের।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা