মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সীসহ নেতানেত্রীরা। আলোচনা চলছে রাজ্যের উন্নয়ন নিয়ে। পাশাপাশি ২০১৯ লোকসভা নির্বাচন নিয়েও।
বাস্তবের সঙ্গে মিল থাকলেও এগুলো সবই যাত্রা পালার অংশ। হলদিয়ার ক্ষুদিরাম মেলার যাত্রা মঞ্চে এমনই এক যাত্রা মঞ্চস্থ করল কলকাতার চিৎপুরের এক যাত্রা দল। লোক বন্দনা অপেরার এ বছরের যাত্রাপালার নাম ‘মমতার ডাকে দিল্লি চলো।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপরে এই যাত্রাপালার গল্প। যার মূল চরিত্রটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তৈরি করেছেন পালাকার। পার্শ্বচরিত্রে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, সোনালি গুহ, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসসহ আরও অনেক প্রথম সারির তৃণমূল নেতানেত্রীর চরিত্রও রয়েছে এই যাত্রায়। সেই যাত্রাপালারই প্রথম শো মঞ্চস্থ হল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ক্ষুদিরাম মেলায়।
মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সংগ্রাম থেকে শুরু করে সিঙ্গুরের নন্দীগ্রামের ঘটনা, জঙ্গলমহলের অপশাসন, শবর জাতির উপরে অত্যাচার, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই যাত্রায়।
মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরা হয়েছে তাতে। প্রধানমন্ত্রী হিসেবে মমতাও যে দাবিদার, সেই বিষয়টিও উঠে এসেছে যাত্রার গল্পে।
মমতার চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি নায়িকা সীতা ঘোষ।
তিনি বলেন, “দিদির চরিত্রে অভিনয় করা খুব কঠিন। তবে দিদিকে খুব কাছে থেকে দেখেছি। তাই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র।”
বিডি প্রতিদিন/কালাম