২০১০ সালে লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছিল জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের লেখা গান ‘এক জীবন’। এই গানের ভিডিও প্রকাশ হয় ২০১১ সালে। ভিডিওটি প্রকাশের পরে এই গানের গায়ক, গায়িকা, মডেল, কো-মডেল, নির্মাতা, সঙ্গীত পরিচালক সবাই তারকা বনে যান দ্রুত। এমনকি এই গানের আগে পশ্চিমবঙ্গের নন্দিত গায়িকা শুভমিতার ব্যাপক পরিচিতি বাংলাদেশে ছিল না বলেও এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন এই গায়িকা। গানটি এখনও বাংলাদেশের পাশপাশি ভারতেও বেশ জনপ্রিয়।
দীর্ঘ ৮ বছর পরে ‘এক জীবন’ গানের ধারাবাহিক গান ‘দুই জীবন’ নিয়ে নতুন বছরে চমক দিতে যাচ্ছেন গীতিকার অনুরূপ আইচ। তার ‘এক জীবন’ গানের মতন ‘দুই জীবন’ গান করার ক্ষেত্রেও তিনি তারকার আশ্রয় নেননি। নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি এই গানটি পরিবেশন করছেন সানি আজাদ ও ফারবীর কন্ঠে। গানটির সুর করেছেন ওসমান সজিব এবং মিউজিক করেছেন অরণ্য আকন।
ইতিমধ্যে শেষ হয়েছে ‘দুই জীবন’ গানের মিউজিক ভিডিওর শুটিং। সানি আজাদের গল্প ভাবনায় এই গানে মডেল হয়েছেন সোনিয়া জান্নাত ও আদর সাহা। এই ভিডিও নির্মাণ করেছে সিডি চয়েস মিউজিক ও সান ক্রিয়েশানের ক্রিয়েটিভ টীম। নতুন ইংরেজি বছরের শুরুতে সিডি চয়েস মিউজিকের ব্যানারে ‘দুই জীবন’ গানটি প্রকাশ পেতে যাচ্ছে।
এ প্রসঙ্গে গীতিকার অনুরূপ আইচ বলেন, আজ থেকে ৮ বছর আগে যেমন আমি ‘এক জীবন’ গান করার ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়েছিলাম তেমনি ‘দুই জীবন’ গানের ক্ষেত্রেও চ্যালেঞ্জ নিয়েছি আমি। গত কোরবানি ঈদে সানির কন্ঠে আঁধার গান সাড়া ফেলেছে বলে আমি ‘দুই জীবন’ গান নিয়ে আরো বেশি আশাবাদি। সানি ও ফারাবি ভালো গেয়েছেন। ভিডিওর গল্পটাও সুন্দর।
অন্যদিকে, গায়ক সানি বললেন, এই গানটি’তে আমার অনেক আশা লুকিয়ে আছে। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। গানের কথাগুলোও চমৎকার। এ জন্য বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার প্রিয় ব্যাক্তি অনুরূপ দা’কে। যিনি আমাকে অনেক ভালোবাসেন। তাছাড়াও সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন ভাই’য়ের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তিনি আমাকে ভালোসেবে গানটির জন্য এবং আমার জন্য ভালো কিছু করে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত