চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ শনিবার বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে এটিএন বাংলা কার্যালয়ে। সেখান থেকে এফডিসিতে। সেখানে একটি জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আই কার্যালয়ে।
সেখানেও আরেকটি জানাজা হবে। আমজাদ হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুরের পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন