কয়েকদিন চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে শক্তিমান কৌতুক অভিনেতা টেলি সামাদের।
বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন টেলি সামাদ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী।
কাকলী জানান, টেলি সামাদের রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছিলো। তাই আগের চিকিৎসকদের পরামর্শে বুধবার টেলি সামাদকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবারে তার অবস্থার আরো অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে কাকলী জানান, তার বাবার বুকে ইনফেকশন রয়েছে। এখনো তার সুস্থতা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পরিবার। টেলি সামাদের সুস্থতা কামনায় পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৮/আরাফাত