ছোটপর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। এ বছর 'দেবী' ছবিতে নীলু চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। সম্প্রতি তার বিয়ের খবর প্রকাশ হওয়ায় অনেকেই অবাক হয়েছেন।
আগামী বছরের ফেব্রুয়ারি শবনম ফারিয়ার বিয়ের অনুষ্ঠান হবে। পাত্রের নাম হারুন অর রশিদ অপু। এরইমধ্যে আকদ হয়ে গেছে তাদের। ফারিয়ার বিয়ের খবরে অনেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। কেউ কেউ আবার ফারিয়ার বিরুদ্ধে মন ভাঙার অভিযোগ এনেছেন!
ভক্তদের হৃদয় ভাঙার বিষয়ে শবনম ফারিয়া ফেসবুকে লিখেছেন, যারা স্ট্যাটাস দিচ্ছে আমি তাদের মন ভেঙেছি কিংবা আমার বিয়ের সংবাদ মেনে নিতে পারছে না, তাদের আমি ইনবক্সে আমার মেকআপ ছাড়া ছবি পাঠাবো! আশা করি আর কোন আফসোস থাকবে না...
বিডি প্রতিদিন/ফারজানা