চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ শুক্রবার দেশে আনা হবে। আজ সন্ধ্যায় ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী শুক্রবার বিকেলে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হচ্ছে, তারও আগেও হতে পারে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য গুণী এ নির্মাতাকে গত ২৭ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে। এরপর সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১৪ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার