টেলিভিশন নাট্যকার সংঘের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে মাসুম রেজা ও সাধারণ সম্পাদক হয়েছেন এজাজ মুন্না। গত ১৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার হলে অনুষ্ঠিত হয় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন। সেখানেই সর্বসম্মতিক্রমে ২০১৮-২০১৯ সালের জন্য দুই বছর মেয়াদী নতুন এই কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি- বৃন্দাবন দাস, সাধনা আহমেদ ও পান্থ শাহরিয়ার। যুগ্ম সাধারণ সম্পাদক- জাকির হোসেন উজ্জল ও শফিকুর রহমান শান্তনু। সাংগঠনিক সম্পাদক- আজম খান, সহ-সাংগঠনিক সম্পাদক- অয়ন চৌধুরী, অর্থ সম্পাদক- স্বাধীন শাহ্, প্রচার সম্পাদক- রেজাউর রহমান রিজভী, প্রশিক্ষণ সম্পাদক- ইফফাত আরেফীন তন্বী, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- আহ্সান আলমগীর, প্রকাশনা সম্পাদক- শাজাহান সৌরভ, গবেষনা সম্পাদক- মোস্তফা মনন, দপ্তর সম্পাদক- সাজিন আহমেদ বাবু, সমাজকল্যান সম্পাদক- আমিরুল ইসলাম, কার্যকরী সদস্য- শিহাব শাহিন, জিনাত হাকিম, মহিউদ্দিন আহমেদ ও মাসুম শাহরিয়ার।
এর আগে দ্বিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নাট্যকার বৃন্দাবন দাসের সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টায় সম্মেলন শুরু হয়। এতে অতিথি ছিলেন নাট্যজন ড. এনামুল হক, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, অভিনেতা-নাট্যকার আজাদ আবুল কালাম ও আনন্দ আলো পত্রিকার সম্পাদক রেজানুর রহমান।
উল্লেখ্য, ২০১৬ সালের ২ এপ্রিল গঠিত হয়েছিল টেলিভিশন নাট্যকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি। সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক কমিটির মেয়াদ ছিল ২ বছর। সম্প্রতি এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠিত হল।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/হিমেল