ক্যাপিটাল এফএম এর নববর্ষের বিশেষ আয়োজনে আজ সন্ধ্যায় উপস্থিত হচ্ছে বাংলাদেশের প্রথম সুপারহিরো মুভি 'বিজলী'র টিম। ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর জেলা'স অনুষ্ঠানে থাকছেন 'বিজলী'র নায়িকা ববি, ভারতীয় নায়ক রানভীর এবং পরিচালক ইফতেখার চৌধুরী।
সিলেট বরিশাল ও নোয়াখালীর আঞ্চলিক ভাষায় পরিবেশিত জনপ্রিয় এই অনুষ্ঠানটি প্রতি শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮.৩০টা পর্যন্ত চলে। এ অনুষ্ঠানে শ্রোতারা এসএমএস ও লাইভ ফোন কলের মাধ্যমে সম্পৃক্ত থাকতে পারেন।
SMS করার নিয়ম CFM _ NAME _ LOCATION _ SONG NAME, পাঠাতে হবে 6969 নম্বরে। আর লাইভ ফোন কলের নম্বর– ০২৫৫০৩৬৬৫৯। শুনতে টিউন করুন ক্যাপিটাল এফ এম ৯৪.৮।
ফেসবুক লাইভের জন্য চোখ রাখতে হবে ক্যাপিটাল এফ এম অফিসিয়াল পেজে- http://www.facebook.com/capitalfm94.8
দেশের অনান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করুন http://www.radiocapital.fm
বিডিপ্রতিদিন/ ই-জাহান