পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে ‘রাত জাগা দুটি চোখ’ শিরোনামের বেবি নাজনীনের নতুন একটি গান। বাঙালির সবচাইতে বড় এই উৎসবে এই গানটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।
সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে আজ শুক্রবার। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
বেবী নাজনীন বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের নতুন একক অ্যালবামের কাজ নিয়ে। এরই মধ্যে বেশ কয়েকটি গানের কাজ শেষ করেছেন তিনি। খুব শিগগিরই তিনি অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন এই সংগীত শিল্পী।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর