ভোকাল কর্ডে সমস্যা হওয়ার কারণে সবরকম গান গাওয়া থেকে বিরত রয়েছেন শাকিরা। যার কারণে আপাতত স্থগিত করেছেন ওয়ার্ল্ড ট্যুর। সেইসঙ্গে স্থগিত করেছেন গানের জন্য সব রকম কনসার্ট ও বিশ্ব সফরও।
গত বুধবার তিনি এই সিদ্ধান্ত নেন।
শাকিরার ওয়েবসাইট সূত্রে জানা যায় সেখানে তিনি বলেছেন, ‘গলায় সমস্যা হচ্ছে। সেজন্যই ওয়ার্ল্ড ট্যুর স্থগিত রাখতে হচ্ছে। প্রথমে মনে হচ্ছিল সমস্যাটা জানুয়ারি মাসের মধ্যেই মিটে যাবে, আর আমি ট্যুরে বের হতে পারব। কিন্তু এখন চিকিৎসকদের থেকে যা শুনছি তাতে আগামী জুনের আগে গাওয়া ঠিক হবে না। গলার ভোকাল কর্ডে বেশ একটা সিরিয়াস ইনজুরি রয়েছে। সেটা পুরোপুরি সেরে না যাওয়া অবধি গান গাইলে গলার মারাত্মক ক্ষতি হবে। তাই তেমন ঝুঁকি নেওয়ার অর্থ হয় না। অতএব গলা সেরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তারপর আবার ওয়ার্ল্ড ট্যুর শুরু করা যাবে। সবার জন্য ভালোবাসা।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন