বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র যাদু নিয়ে ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাদুশিল্প ও তরুণ যাদুকরদের জাগরণে নন্দিত যাদুকর ও শিশুবন্ধু শাহীন শাহ্’র গ্রন্থনা ও উপস্থাপনায় এবং বিপুল খানের প্রযোজনায় জানুয়ারী থেকে শুরু হচ্ছে যাদু বিষয়ক ম্যাগাজিন 'যাদুকর'। অনুষ্ঠানটি মাই টিভিতে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় প্রচারিত হবে।
অনুষ্ঠানের প্রতিপর্বে থাকছে দেশের সকল জেলার তরুণ যাদুকরদের অংশগ্রহণে আকর্ষণীয় ম্যাজিক, বিজ্ঞানের অপব্যবহার, প্রতিকার, বিশ্বখ্যাত যাদুকরদের জীবনী ও ভিডিও ফুটেজ, বৈঠকি ম্যাজিক বা টেবিল ম্যাজিক এবং ম্যাজিক শিক্ষা।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/হিমেল