যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় শুরুর পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শাকিব খানের জনপ্রিয়তা আরও বেড়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, আশেপাশের রাজ্যেও জনপ্রিয় হয়ে উঠেছেন শাকিব খান। আসামের ছোট্ট শহর বকোতে গিয়ে শাকিব নিজেই সেটি টের পেয়েছিলেন। হাচোরি গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পান শাকিব। সেখানে প্রায় লাখ খানেক দর্শক দেখে শাকিব নিজেই অবাক হয়েছিলেন। দর্শকদের অনুরোধে বেশ ক'টি গানে পারফর্ম করেন শাকিব।
আসাম মাতানোর পর এবার শাকিব যাচ্ছেন উত্তর ২৪ পরগনার হিংগলগঞ্জে। সুন্দরবনের নিকটবর্তী এ অঞ্চলের ভেটকিয়া নামক স্থানে ঐতিহাসিক ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষেই আয়োজিত অনুষ্ঠানে ডাক পেয়েছেন শাকিব। তিনিই আয়োজনটির মূল আকর্ষণ। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য সেই আয়োজনে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনও থাকছেন। এছাড়াও বাংলাদেশি নায়িকা শবনম ইয়াসমিন বুবলিসহ কলকাতার টেলিভিশন সিরিয়াল অনেক অভিনয়শিল্পী থাকবেন সে অনুষ্ঠানে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা