বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত পাঁচদিনের উচ্চাঙ্গ সংগীত উৎসব ষষ্ঠবারের মতো শুরু হয় ২৬ ডিসেম্বর থেকে। বরাবরের মতো দেশ-বিদেশের অনেক গুণী সংগীতজ্ঞ ও নৃত্য দলগুলোর অংশগ্রহণ উৎসবকে দিয়েছে এক আলাদা মাত্রা। এরইমধ্যে আসলো আরেকটি সুসংবাদ। উৎবের পর্দা নামছে আগামী শনিবার। এদিন ঢালিউডের আলোচিত ছবি 'স্বপ্নজাল'র প্রমো উন্মোচিত হবে।
উৎসবের পঞ্চম দিন যেকোনো সময় মঞ্চে দেখা যাবে 'স্বপ্নজাল'র প্রমো। এর মাধ্যমেই শুরু হবে ছবির আনুষ্ঠানিক প্রচারণা। 'মনপুরা' খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিটিতে শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে অপু চরিত্রে আছেন ইয়াশ রোহান।
গিয়াস উদ্দিন সেলিম গণমাধ্যমকে বলেন, এত সুন্দর গোছালো একটি আয়োজন, যেখানে সারা দেশের হাজার হাজার সংগীতপ্রেমীর আগমন ঘটে, সে জায়গাটি এ ছবিটির জন্য বড় প্লাটফর্ম। 'স্বপ্নজাল'র এ রকম প্রমোশন অনেক বড় পাওয়া ও মর্যাদাপূর্ণ।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা