'মেন্টাল', 'বসগিরি', 'ধ্যাততেরিকি' ও 'রংবাজ'- সবকটি ছবিই আলোচিত হয়েছে। এর মাঝে চলচ্চিত্র পরিচালক সমিতির ৭ মাসের নিষেধাজ্ঞা। নির্মাতা শামীম আহমেদ রনির ওপর দেয়া সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ৩০ ডিসেম্বর। এরমধ্যেই নতুন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন রনি। নতুন ছবির চরিত্রের নামও ঠিক করে ফেলেছেন 'মায়া' ও 'মানছু'।
এখন সেই মায়া ও মানছুতেই এখন ডুব দিয়েছেন রনি। তার ফেসবুক ওয়ালে শুধু ছবির চরিত্রগুলোকেই নিয়েই ভাবনা। ছবিতে কারা অভিনয় করবেন তা এখনো জানানটি রনি। মায়া চরিত্র নিয়ে শামীম ফেসবুকে লিখেছেন, 'যে মায়াবী মুখটা আমি পর্দায় দেখাতে চাই কে হবে সেই মায়া? যার মুখটা দেখলেই সবার মনের ভিতর মায়া জন্মাবে। নায়িকা না, চাই অভিনেত্রী।'
ছবির গল্প নিয়ে লিখেছেন, এ গল্প আমার গল্প, 'এ গল্প আপনার গল্প, এ গল্প আমাদের গল্প। এ গল্প মায়া'র গল্প। আমার এবারের গল্প প্রেমের না। প্রতিশোধের না, নাটকীয়তার না, এ গল্প শুধুই-যন্ত্রণার। পৃথিবীতে কে কাহার, কেই বা মায়ার? 'মায়া' এক জীবনের শুধুই কি 'মানছু'র জীবনের ছায়া, নাকি 'মায়া' এই নির্লজ্জ সমাজের কোটি আমজনতার প্রতিচ্ছবি?'
আরেকটি পোস্টে লিখেছেন, 'তেতুল গাছটায় বহু বছর পরেও সেই 'মায়া+মানছু' লেখাটা দেখা যায়। প্রতি পূর্ণিমার রাতে সেখানে জোনাকী আর জোক'রা দল বেঁধে মায়া আর মানছু'র স্মরণে আলো আর রক্তের হলি খেলে। আজও মায়ানগর জুড়ে 'মায়া' আর 'মানছু'র আর্তনাদের শব্দ শোনা যায়...। গভীর রাতে এখনো ঝরণার কলকল শব্দের আড়ালে কান পাতলেই 'মায়া'র সেই ভুবনজয়ী হাসির শব্দ শোনা যায়। লু হাওয়ায় কান পাতলে এখনো 'মানছু'র চিৎকার ভেসে আসে। আর একটু খেয়াল করলেই শোনা যায়। কারা যেন কোরাস করে বলছে। 'মায়া'...'মায়'...'মায়া...। মায়া'র জীবনের গল্প বুনছি... একের পর এক দৃশ্যের সূতোয়...।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা